নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মুম্বইয়ের চিঞ্চপোকলি স্টেশনের অদূরে শান্তিকমল হাউজিং সোসাইটির ২৩ তলায় অবস্থিত বাড়ির জিমের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৫৭ বছর বয়সী মুম্বইয়ের আবাসন নির্মাণ ব্যবসায়ী পরশ পোরওয়াল নামে এক জন ব্যক্তি। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
পরশবাবুর দেহ দেখতে পেয়ে পথচলতি মানুষ পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে তিনি আবাসন নির্মাণ ব্যবসার সাথে যুক্ত ছিলেন। নানা মহলে পরিচিতিও ছিল। এছাড়া উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নন।
এই মৃত্যুর জন্য কাউকে কোনোরকম জিজ্ঞাসাবাদও যেন করা না হয়।’ আপাতত পরশবাবুর দেহ উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ করে আত্মহত্যার পথ বেছে নিলেন কেন? না কি এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা জানতে তদন্ত করে দেখা হচ্ছে।