চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা পুলিশের যৌথ দল গোপন সূত্রে অবৈধ ভাবে টেলিযোগাযোগ ব্যবসার খবর পেয়ে টেলিযোগাযোগ মন্ত্রকের কর্মীদের সহায়তায় তিলজলার শিবতলা এলাকার মসজিদ বাড়ি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে লিন্টন স্ট্রিটের বাসিন্দা সোরওয়ার হুসেন নামে এক জনকে গ্রেফতার করা হয়।
সোরওয়ারের কাছ থেকে চারটি সিম বক্স, ২৫৬ টি সিম কার্ড, একটি ল্যাপটপ ও তিনটি রাউটারও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে ব্রড স্ট্রিটের বাসিন্দা হাবিব মণ্ডল নামে আরো এক জন যুবককে গ্রেফতার করা হয়।
হাবিবের কাছ থেকেও একটি সিম বক্স, ৬৪ টি সিম কার্ড একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুই জন অভিযুক্তের বিরুদ্ধেই উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ আদালতে তোলা হবে। এই অবৈধ ব্যবসায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।