অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আন্দামানে তৈরী হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তা ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। ২২ শে অক্টোবর অর্থাৎ শনিবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হতে পারে।
২৩ শে অক্টোবর অর্থাৎ রবিবার এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা বাঁক নিয়ে উত্তরের দিকে অগ্রসর হতে পারে। ২৪ শে অক্টোবর সোমবার অর্থাৎ কালীপুজোর দিন পশ্চিম-মধ্য ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ঘূর্ণিঝড় ক্রমেই উত্তর এবং উত্তর-পূর্ব দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। ২৫ শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে পৌঁছতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আর এতে কালীপুজোর আনন্দ পুরোপুরি ভেসতে যেতে পারে এই আশঙ্কায় বঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এর পাশাপাশি রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এছাড়া যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন তাদের শনিবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।