মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মঙ্গলবার কলকাতার একটি গুদাম থেকে আট জন শ্রমিক একটি ছোটো লরিতে করে মার্বেল নিয়ে যাওয়ার পথে গাড়ির অ্যাক্সেল ভেঙে চিংড়িঘাটার কাছে দুর্ঘটনার কবলে পড়েন। এর জেরে ২৯ বছর বয়সী বাপ্পা হালদার, ৩২ বছর বয়সী প্রণব বেরার ও ৬২ বছর বয়সী শম্ভুনাথ দাসের মৃত্যু হয়।
সূত্রের খবর, ওই গাড়িতে থাকা অভি দাস নামে এক জন শ্রমিক কলকাতার একটি সরকারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আর বাকি চার জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁর প্রত্যন্ত উচিলদহ গ্রাম থেকে কাজ করতে এসেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রামের তিন জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ ঘোষ সহ কয়েক জন তৃণমূল কর্মী এই মর্মান্তিক ঘটনার কথা শুনে এলাকায় এসে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতদের পরিবার যাতে ওই মার্বেল কোম্পানীর থেকে আর্থিক সাহায্য পায় তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে চিংড়িঘাটা এলাকার বিধায়ক ও কাউন্সিলরের সাথে কথাও বলেছেন। এই ঘটনায় পুলিশ ওই লরির চালক ধ্রুবমঙ্গল দাসকে গ্রেফতার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here