ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ ১০ ই অক্টোবরের পর থেকে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনী ও মূলত বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। গতকাল রাজধানী কিভ সহ একাধিক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চলেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকও জানায়, ‘‘ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং সেনা ছাউনিগুলিকে নিশানা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল ভাবে ছোঁড়া সম্ভব হয়েছে। এদিকে কিভের তরফে জানানো হয়েছে, দেশে বিদ্যুৎ পরিষেবা কার্যত ভাঙনের মুখে। ইউক্রেনের এক তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র নষ্ট হয়ে গিয়েছে। সমগ্র দেশ জুড়ে অন্ধকার নেমে এসেছে।’’
গতকালের হামলার পরে দীর্ঘ সময় কিভের বিভিন্ন অংশে বিদ্যুৎ ছিল না। কিভের পশ্চিমাংশে, জাইটোমির অঞ্চলের বহু এলাকা সহ নিপ্রো শহরের একাংশ পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানা গিয়েছে।
যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, ‘‘শীতের আগে রাশিয়া এভাবে ইউক্রেনকে বিদ্যুৎহীন করে, শক্তিহীন করে দিয়ে লড়াইয়ের ক্ষমতা কেড়ে নিতে চাইছে।’’ কিন্তু প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ‘‘এভাবে আমাদের মনোবল ভেঙে দেওয়া যাবে না। আমরা শেষ অবধি লড়াই চালিয়ে যাব। তবে ভ্লাদিমির পুতিন আলোচনা চালিয়ে যাওয়ার আর কোনো অবকাশ রাখলেন না।’’
এদিকে আজ মস্কো গতকাল রাশিয়ার বিরুদ্ধে ইরানের কামিকাজে ড্রোন হামলা চালানোর যে অভিযোগ উঠেছে তা নস্যাৎ করেছে। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তারা নিজস্ব ড্রোনেই হামলা চালিয়েছে। ইরানও জানিয়েছে, তারা রাশিয়াকে এই ড্রোন পাঠায়নি। যদিও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির দাবী, তেহরান প্রশাসন মিথ্যে বলছে। তারাই কামিকাজে ড্রোনের জোগান দিয়েছে।