নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ শারীরিক সম্পর্ক করে প্রেমিক আর বিয়ে করতে চাইছে না। বিয়ে করার জন্য জোর করায় পালিয়ে গেছে। আর তাই গত পাঁচ দিন থেকে বাড়ির সামনে ধর্নায় বসেছে প্রেমিকা। মালদার মানিকচক থানার কামালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে একই পাড়ার বাসিন্দা ২৪ বছর বয়সী যুবক ও ১৯ বছর বয়সী ওই তরুণী সম্পর্কে রয়েছে। এক সময় দুই বাড়ি থেকে বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু কিছু দিন আগে ওই যুবক বিয়ে করতে অমত হয়। ওই তরুণীর অভিযোগ, ‘‘সে শারীরিক ঘনিষ্ঠতার পরই বিয়ে করতে অস্বীকার করে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাঁচ দিন ধরে ওই যুবকের বাড়ির সামনে ওই তরুণী বসে আছে দেখে এলাকাবাসী ভিড় করছেন। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসলে ওই তরুণী জানায়, ‘‘আমাদের সম্পর্ক ঠিকই চলছিল। বাড়ির চাপে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ফোনে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
আমি চাই প্রতিশ্রুতি মতো আমাকে বিয়ে করুক। বিয়ের পরই ধর্না থেকে উঠবো। না হলে ওর বাড়ির সামনে আত্মহত্যা করবো। এছাড়া প্রেমিকের পরিবারের সদস্যরা গায়েও হাত তুলেছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ওই যুবকের মা বলেন, ‘‘আমরা কিছুই জানি না। আমার ছেলে বাড়ি নেই। আমার স্বামী বর্তমানে অসুস্থ। চিকিৎসার জন্য বাইরে আছেন। যদি আমার ছেলে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবে। যা সিদ্ধান্ত নেওয়ার আমার ছেলে নেবে।’’
স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম কর্মকার এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমি ঘটনার খবর পেয়ে সেখানে যাই। ওই যুবকের মা-বাবার সাথে কথা বলি। যেহেতু ওই যুবক বাড়ির বাইরে, ফোনেও পাওয়া যাচ্ছে না, তাই এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমি চাই পুলিশ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক।’’