নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল অবধি প্রশাসনের তরফে দাবীদাওয়া নিয়ে কোনো সদুত্তর না মেলায় আজ থেকে গোর্খা গাড়িচালক সংগঠন টাইগার গিল বন্ধ করার ডাক দিয়েছে। হোটেল মালিকদেরও এই বয়কটের ডাকে সম্মতি জানানোর আহ্বান করা হয়েছে।
অভিযোগ উঠছে, দীর্ঘ দিন থেকে পুলিশ, পর্যটন ও বন দপ্তর টাইগার হিলের উন্নয়নের স্বার্থে বিভিন্ন ভাবে টাকা আদায় করে আসছে। পর্যটকদের ১০ টাকা করে গাড়ি থেকে নেওয়া হয়। পর্যটন এবং বন দপ্তর পর্যটক পিছু ৫০ টাকা করে নিলেও পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। পর্যটকেরা কোনো সুযোগ-সুবিধাই পান না।
২০১৮ সালে নজরমিনার তৈরী হওয়ার কথা ছিল। যা এখনো হয়নি। রাস্তা-ঘাটের অবস্থা খারাপ থাকায় চা-কফির দোকানও নেই। অতএব পর্যটকদের জন্য প্রশাসনের কাছ থেকে সুযোগ-সুবিধার কোনো আশ্বাস না পাওয়ায় পর্যটকদের স্বার্থে টাইগার হিল বন্ধ করে দেওয়া হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জিটিএ সভাসদ তথা জিটিএ পর্যটন বিভাগের প্রধান নরদেন শেরপা জানান, ‘‘আমি শুনেছি। আসলে অনেক দিনের সমস্যা। এটা সত্যি। ভিউ পয়েন্টে কোনো রকম সুযোগ-সুবিধা নেই। রাস্তাঘাট খুবই খারাপ। কিন্তু ইতিমধ্যে পুলিশ টাকা নেওয়া বন্ধ করলেও বন দপ্তর ও পর্যটন দপ্তর টাকা নিচ্ছে।
এদিকে, ভিউ পয়েন্টে পৌঁছনোর জন্য বিকল্প রাস্তার কাজ চলছে। ৬০ শতাংশ তৈরীও হয়ে গিয়েছে। আর আরো বেশ কয়েকটি কাজের টেন্ডার হয়েছে। তবে এখনই সবটা শেষ হয়নি৷ কিন্তু গোর্খা চালক সংগঠনের দাবীতে যৌক্তিকতা থাকলেও বয়কট সমর্থনযোগ্য নয়। ওদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।’’