নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর মগরার সপ্তগ্রাম এডকোনগর এলাকায় বধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মিঠাপুকুর এডকোনগরের বাসিন্দা দিলীপ সাহার সাথে বাঁশবেড়িয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা মিলির বিয়ে হয়। বিয়ের পর দু’টি সন্তানও হয়। কিন্তু পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে প্রায়শই মিলির উপর অত্যাচার করা হত।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
গতকাল বাপের বাড়িতে দেখা করে শ্বশুরবাড়িতে ফেরার পরেই মৃত্যুর হয়। মগরা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসী ও বাপের বাড়ির সদস্যরা ক্ষোভ উগরে দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবী করেন।
এরপর পুলিশ আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ আধিকারিকরা জানান, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট দেখার পরই গোটা বিষয়টি জানা যাবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’’