অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পার্কসার্কাস স্টেশনে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক জন মহিলার মৃত্যুর জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলার স্বামী ও সন্তান আগেই রেললাইন পেরিয়ে গিয়েছিলেন। কিন্তু দ্রুত গতিতে ট্রেন ছুটে আসা ট্রেনের ধাক্কা খেয়ে সে লাইনের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর এই দুর্ঘটনার জেরে এলাকাবাসী সহ যাত্রীদের একাংশ পার্কসার্কাস স্টেশনে রেল অবরোধ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
অবরোধকারীদের দাবী, “পার্কসার্কাস স্টেশনে রেললাইন পার হওয়ার উপযুক্ত কোনো ব্যবস্থা নেই। আগে রেললাইন পার হওয়ার যে রাস্তা ছিল তা এখন বন্ধ থাকায় যাত্রীদের লাইন ধরেই অনেকটা হাঁটতে হয়। যার জেরে প্রতিদিনই সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
জিআরপি ও স্থানীয় থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ উঠে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে পুলিশ ওই মহিলার মৃত্যু কিভাবে হলো তা জানতে ভালোভাবে তদন্ত করে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here