নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ দীপাবলি উপলক্ষ্যে জলপাইগুড়ির বিভিন্ন এলাকার বাজার জুড়ে জল দেওয়া প্রদীপ বিক্রি হচ্ছে। যা কিনতেই ক্রেতারা বাজারে ভিড় জমিয়েছেন। আর এই প্রদীপ চলতি বছরের দীপাবলির নতুন আকর্ষণ অর্থাৎ এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ!!
ওই প্রদীপ জ্বালাতে তেল বা বিদ্যুতের প্রয়োজন নেই। শুধু জলই যথেষ্ট। জেলার অন্যান্য বাজারের মতোই ধূপগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে এই যাদুর প্রদীপ পাওয়া যাচ্ছে। প্রদীপের দামও সাধ্যের মধ্যে। প্রতিটির দাম ৫০ টাকায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ধূপগুড়ির বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী প্রদীপ মজুমদার জানান, ‘‘প্রতিবারই বাজারে নতুন জিনিসের চাহিদা থাকে। তাই চলতি বছর দীপাবলি উৎসব উপলক্ষ্যে এই যাদুর প্রদীপ নিয়ে আসা হয়েছে। বর্তমানে তেলের যা দাম, তাতে এই প্রদীপ ক্রেতাদের জন্য যথেষ্ট লাভজনক। এই প্রদীপ তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জলেই জ্বলবে।
এই জিনিসটা ক্রেতারাও খুব পছন্দ করছেন। তাই চাহিদাও যথেষ্ট।’’ কিন্তু বিশেষজ্ঞদের মতে, ‘‘এই প্রদীপ আদৌ আশ্চর্যজনক নয়। প্রদীপের ভিতরে একটি ব্যাটারী চালিত সার্কিট রয়েছে। সেই সার্কিট জল ঢাললে সম্পূর্ণ হয়। তাই আলো জ্বলে।’’