নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গোপন সূত্র মারফত শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরলীগঞ্জ চেকপোস্ট সংলগ্ন এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে ৫০ বছর বয়সী উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা শরাফত নামে এক জন প্রৌঢ়কে সাপের বিষ সহ গ্রেফতার করেন।
আর ওই জার ভর্তি সাপের বিষ ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে এদেশে এসেছে। এই ঘটনার সাথে আরো কয়েক জন জড়িত রয়েছে। ইতিমধ্যে বনকর্মীরা ওই অভিযুক্তদের সন্ধান চালাচ্ছেন। আর ওই সাপের বিষের ওজন আড়াই কিলোগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, ওই বিষ নেপালে পাচার করার ছক ছিল। কিন্তু তার আগেই বনকর্মীদের জালে ধরা পড়ে যায়। আর এই সাপের বিষ মূলত ওষুধ তৈরীতে ব্যবহার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here