নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ পুলিশী তৎপরতায় হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনের সামনে রাখা গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আনুমানিক ভাবে ওই টাকার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া সোনা-রুপো-হিরের গহনাও পাওয়া গিয়েছে। কিন্তু গাড়ির মালিক অধরা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি একটি বেসরকারী ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছিল। ওই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করার পর হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে জানালে লালবাজারের ‘ব্যাংক ফ্রড’ শাখা তদন্ত শুরু করে। এরপর ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। পুলিশ ওই অ্যাকাউন্টে নজরদারি শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের মালিকের খোঁজখবর শুরু হলে শৈলেশ পাণ্ডে নামে এক জন ব্যক্তির নাম তদন্তে উঠে আসে। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে এই তদন্ত নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। শিবপুর থানার পুলিশ এই বিষয়ে সহায়তাও করেন।
Sponsored Ads
Display Your Ads Here