অনুপ চট্টোপাধ্যায় কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বিভাস অধিকারীর ১৮, ডাক্তার কার্তিক বোস লেনের একটি ফ্ল্যাটে হানা দিয়ে সেটি সিল করে দেয়।
জানা গিয়েছে, ফ্ল্যাটটিতে প্রচুর মানুষ জনের আনাগোনা ছিল। যারা আসতেন তারা মূলত রাতের দিকে আসতেন। এছাড়া বিভাসবাবু খুব বড়ো বড়ো ব্যাগ নিয়ে ফ্ল্যাটে আসতেন। আর সাথে সশস্ত্র নিরাপত্তারক্ষীরাও থাকত।
ইডি সূত্রে দাবী করা হয়েছে, তিনি একটি বিএড কলেজ চালাতেন। সেখানে পড়ুয়ারা মোটা টাকার বিনিময়ে ভর্তি হতেন। চাকরীপ্রার্থীদের নিশ্চিত চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত। এছাড়া কার্তিক বোস লেনের ফ্ল্যাটটির বাইরে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’ নামে একটি বোর্ড লাগানো আছে।
বিভাসবাবু এই প্রতিষ্ঠানটি চালাতেন। ওই বোর্ডে সংস্থাটির রেজিস্টার্ড নম্বরও উল্লেখ করা হয়েছে। রেজিস্টার্ড অফিসের ঠিকানা এপিসি রোড, আইডিয়াল হাইট ব্লক। ফলে ইডি আধিকারিকরা ওই ঠিকানাতেও হানা দেন। আর মনে করা হচ্ছে, বিভাসবাবু প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল।