ব্যুরো নিউজঃ ইরানঃ মাহশা আমিনির মৃত্যুকে ঘিরে হিজাব বিরোধী বিক্ষোভের আবহের মধ্যেই গতকাল রাতেরবেলা তেহরানের ইভিন কারাগারে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। যা গোটা দেশে নতুন করে উত্তেজনা ছড়ানোর পাশাপাশি দেশের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
উত্তর তেহরানের এই কারাগারে বিদেশী এবং রাজনৈতিক বন্দিরা রয়েছেন। আর মাহশার মৃত্যুকে কেন্দ্র করে যে প্রতিবাদ আন্দোলন চলছিল সেই আন্দোলনে যুক্ত বহু বিক্ষোভকারীকে আটক করে ওই কারাগারে রাখা হয়েছে। ফলে কারাগারের মধ্যে গোলাগুলির শব্দ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দিদের পরিবারে আতঙ্ক ছড়িয়েছে।