নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয় মা ও মেয়ের। এর জেরে বেশ কিছু ক্ষণ ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা মেয়েকে নিয়ে বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতিতে ছুটে আসা একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স ধাক্কা মারতেই মা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা মৃতদেহ আটকে রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ঘাতক অ্যাম্বুল্যান্সটিকেও জ্বালিয়ে দেওয়া হয়। উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়া দমকলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। এদিকে দুর্ঘটনার পর থেকেই অ্যাম্বুল্যান্স চালক পলাতক।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ ওঠে যে, আন্ডারপাস (সুড়ঙ্গপথ) না থাকায় প্রায়শই ওই এলাকায় দুর্ঘটনা হয়। তবে প্রশাসনের তাতে কোনোরকম হেলদোল নেই। যা এলাকাবাসীদের ক্ষোভকে আরো বাড়িয়ে তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here