নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচলে ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকায় গ্রামের অদূরে নিম গাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। চাঁচোল থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
মৃত কিশোর ২২ বছর বয়সী সইফুদ্দিন রহমান ও স্থানীয় খেমপুর অঞ্চলের পরাণপুর গ্রামের ১৩ বছর বয়সী কিশোরী নাইমা খাতুন। পুলিশ প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে নাইমার দিদি ফিরদৌসী জানান, ‘‘নাইমার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ওকে খুন করা হয়েছে।’’ তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।