অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আবার নতুন শর্ত আরোপ করেছে। এই নিয়ে নিয়োগের নিয়ম তৃতীয় বার পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তফশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর চাকরীপ্রার্থীদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নাম থাকা বাধ্যতামূলক সেখানে সংরক্ষিতদের নম্বরের সীমা ৪৫ শতাংশ। সংরক্ষণের তালিকাভুক্তদের মধ্যে শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরো বেশ কয়েকটি শ্রেণীর প্রার্থীরা রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
গত ২৯ শে সেপ্টেম্বর পর্ষদ টেট-২০২২ পরীক্ষার্থীদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। এদিন সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হয়েছে। এই নিয়োগের ব্যাপারে আগের দু’টি বিজ্ঞপ্তিতেও নতুন কিছু শর্ত দেওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
২৯ শে সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যারা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা এবং যারা এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচিলার্স ডিগ্রি করেছেন তারা আবেদনের যোগ্য হিসেবে গণ্য হবেন। এছাড়া যারা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু’বছরের ডিএড কোর্স বা এনসিটিই স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে দু’বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত দফার পরীক্ষা দিয়েছেন তারা এই আবেদন করতে পারবেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া যারা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু’বছরের ডিএড কোর্স বা এনসিটিই স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে দু’বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত দফার পরীক্ষা দিয়েছেন তারা এই আবেদন করতে পারবেন।