অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সল্টলেকের বিবি ব্লকের ২১০ নম্বর বাড়ির একতলা থেকে এক সরকারী হাসপাতালের চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। দেহে পচন ধরায় পোকা ধরে গিয়েছিল।
বেলেঘাটার বাসিন্দা ওই চিকিৎসক ৪৩ বছর বয়সী প্রসেনজিৎ মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন। এদিন প্রসেনজিৎবাবুর জেঠুর বাড়ির একটি ঘরের মেঝে থেকে দেহ উদ্ধার করা হয়। দু’দিন থেকে দুর্গন্ধ ছড়ানোর পরে এদিন খবর পেয়ে বিধাননগর (উত্তর) থানার পুলিশ এসে ঘর খুলে মৃতদেহটি উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, প্রসেনজিৎবাবুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি এক বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই হৃদযন্ত্রে সমস্যা তৈরী হওয়ায় নানা ধরণের শারীরিক অসুস্থতা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যদিও প্রসেনজিৎবাবুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বাহ্যিক ভাবে আত্মহত্যারও কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি একেবারে পরিষ্কার হবে।
Sponsored Ads
Display Your Ads Here