নিজস্ব সংবাদদাতাঃ লুধিয়ানাঃ পাঞ্জাবের লুধিয়ানা জেলার খন্নায় চলন্ত মালওয়া এক্সপ্রেস ট্রেনের দরজা ধরে ঝুলে কেরামতি দেখাতে গিয়ে রেললাইনের ধারে বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা খেয়ে মৃত্যু হলো এক জন যুবকের। এই মর্মান্তিক ঘটনাটির ভিডিও নেটমাধ্যমেও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি দুরন্ত গতিতে ছুটছে। আর ওই যুবক দরজা থেকে বাইরের দিকে ঝুলে কেরামতি দেখানোর সময় হঠাৎ একটি বিদ্যুতের খুঁটিতে মাথা লেগে সজোরে ধাক্কা খেতেই ওই যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান।
রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত যুবকের মোবাইল ফোন বা অন্য কোনো তথ্য না পাওয়া পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মৃত ওই যুবকের বয়স ৩০ বছরের নীচে। আর কয়েক সেকেন্ডের এই ভিডিও নেটমাধ্যমে অত্যন্ত আতঙ্ক ছড়িয়েছে।