নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা উপস্থিত হয়েছেন। এর মধ্যে ইসলামপুরের নলবাট্টা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে ২২ বছর বয়সী সানারুল শেখ নামে এক জন যুবক।
জানা যায়, গতকাল রাতেরবেলা ওই এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে সানারুল কয়েক জন বন্ধুর সাথে উপস্থিত ছিলেন। উচ্চস্বরে লাউড স্পিকার বাজছিল। সেই শব্দ এড়িয়ে ফোনে কথা বলার জন্য অনুষ্ঠানস্থল থেকে একটু দূরে চলে যেতেই সেখানে কথা চলাকালীন বোমা বিস্ফোরণ হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই জায়গায় আরো বিস্ফোরক আছে কি না তার খোঁজ শুরু করেন। পাশাপাশি লুকিয়ে রাখা বোমা থেকে বিস্ফোরণ নাকি কোনো শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সানারুলকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here