নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায় চাষের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরেই মামাকে খুনের অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। মৃত ব্যক্তি ৪৫ বছর বয়সী মানজারুল শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মানজারুল ও দুই ভাই আবুল হাসান এবং কাইফ শেখ চাষের জমিতে জল দিচ্ছিলেন। কিন্তু চাষের জমির জল বার করা নিয়ে মামা-ভাগ্নের বচসা শুরু হয়। এরপর ভাগ্নের সাথে আরো সাত জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় মানজারুল গুরুতর আহত হয়েছেন।
এছাড়া আবুল ও কাইফও আহত হয়েছেন। এরপর সকলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মানজারুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে আবুল এবং কাইফের শারীরিক অবস্থার অবনতির জন্য কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।