নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংনদীয়া গ্রামে ট্রাক্টরের চাকা পিষে দিল ৩ বছর বয়সী সুহানা খাতুন নামে এক শিশু কন্যাকে। আর গুরুতর আহত হয়েছে শিশুর মামা ১৯ বছর বয়সী দিলখোশ আলি।
পরিবার সূত্রে জানা যায়, দিলখোশের মোটরবাইকে করে সুহানা গাংনদিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। অপরদিকে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে ছুটে আসতেই মোটরবাইকের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুটি ট্রাক্টরের চাকার নীচে পড়ে গেলেও ট্রাক্টরটি দ্রুত গতিতে পিষে চলে যায়।
এরপর সুহানার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এছাড়া এই দুর্ঘটনার ফলে দিলখোশের হাত-পা ভেঙে গিয়েছে। তারপর তাকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতির জন্য পূর্ণিয়াতে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি সুহানার মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে গিয়ে ট্রাক্টরটিকে আটক করলেও ট্রাক্টর চালক পালিয়ে যান। এলাকাবাসীরা রাস্তার বেহাল অবস্থা ও ট্রাক্টরের বেপরোয়া গতিকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।
রাস্তার সাথে হাঁটা পথের উচ্চতা অসমান হওয়ায় রাস্তার দুই ধারে মাটি দিয়ে সমান করার কথা বারবার বলা হলেও তা না করায় এলাকাবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে এনে ট্রাক্টর চালকের তল্লাশি শুরু করেছেন।