নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে গোরু বাঁধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা থেকে ব্যাপক বোমাবাজির জেরে গ্রেফতার দুই পরিবারের দুই জন সদস্য।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন থেকে গ্রামের দুই প্রতিবেশী ঝরুর ও ইন্তাজুলের পরিবারের মধ্যে বিবাদ চলছে। গতকাল সন্ধ্যাবেলা ঝরু নিজের পোষ্য গোরুকে ইন্তাজুলের বাড়ির সামনে বাঁধতে গেলে বাধা দিতেই বচসা শুরু হয়। যা হাতাহাতির পর্যায় পৌঁছালে এলাকাবাসীদের তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এদিন দুই পরিবারের মধ্যে বোমাবাজি শুরু হয়ে যায়। পর পর বোমার শব্দে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ফরাক্কা থানার পুলিশ খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে দুই পরিবারের দুই জন সদস্যকে গ্রেফতার করে আটটি তাজা বোমা উদ্ধার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে। তবে সামান্য গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে যে ভাবে বোমাবাজি চলল তাতে এতো বোমা কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here