নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ নবি মুম্বইয়ের কাছে নাভা সেবা বন্দর থেকে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্স (ডিআরআই) আপেলের বাক্স থেকে প্রায় ৫০.২৩ কেজি কোকেন বাজেয়াপ্ত করেছে। যার বাজারদর প্রায় ৫০২ কোটি টাকা।
গত কয়েক দিন ধরেই আবগারি দপ্তর সমুদ্রপথে চোরাচালান হওয়া মাদক ধরপাকড় করছে। বিশেষ সূত্রের ভিত্তিতে এই মাদক পাচার সম্পর্কে জানা গিয়েছে। আপেলের বাক্স খোলার পর দেখা গিয়েছে যে ওই সবুজ আপেলের মধ্যে উচ্চ মানের কোকেনের তৈরী পঞ্চাশটি ইট আছে।
যার এক একটির ওজন এক কেজি। দক্ষিণ আফ্রিকা থেকে জলপথে এই মাদক পাচার করা হচ্ছিল। গত ১০ দিনে মুম্বই ও আশপাশের বিভিন্ন বন্দরে তল্লাশি চালিয়ে ৯ কেজি কোকেন, ১০ কেজি হেরোইন এবং ১৯৮ কেজি মেথ উদ্ধার হয়েছে।