অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কার্নিভালের জন্য রেড রোডে যাওয়ার পথে রামমোহন সম্মিলনীর প্রতিমা সহ ট্যাবলোতে একটি ট্যাক্সি ধাক্কা মারল। অভিযোগ ওঠে, রেষারেষি করতে গিয়ে ট্যাক্সিটি ট্যাবলোটির পিছন দিকে ধাক্কা মারায় ট্যাবলোটি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই রামমোহন সম্মিলনীর পুজোর অন্যতম উদ্যোক্তা। এই দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, “ট্যাবলোটি ভালো রকম ক্ষতিগ্রস্ত হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সেটিকে রেড রোডে প্রবেশ করানো গেছে। তৎপরতার সঙ্গে সেটিকে মেরামত করার চেষ্টা হচ্ছে। তবে সময় মতো পৌঁছাতে না পারলে কার্নিভালে অংশ নিতে সমস্যা হত।”
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে ট্যাক্সিটিকে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, এবার রামমোহন সম্মিলনীর পুজোর থিম ছিল ‘জঙ্গলকন্যা’। থিমের আবহ বজায় রেখেই ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা ট্যাবলোর সাথে থাকবেন। আর রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তাদের নেতৃত্ব দেবেন।
Sponsored Ads
Display Your Ads Here