নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো কার্নিভাল চলাকালীন প্রতিমাবহনকারী একটি গোরুর গাড়ি থেকে দু’টি গোরু গাড়ি ফেলে পালাতেই সেই গোরুদের ধাক্কা ও হুড়োহুড়িতে আহত হলেন প্রায় ৩০ জন।
জানা গেছে, কার্নিভালে রায়গঞ্জের অনুশীলনী নামের একটি ক্লাব তাদের প্রতিমাগুলিকে তিনটি গোরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। কার্নিভাল মঞ্চ পার করতেই একটি গোরুর গাড়ির গোরুরা আচমকা কাঁধ থেকে গাড়ি ফেলে ছুটে পালাতে যায়। এরপর গাড়ির চালক এবং ক্লাব কর্মকর্তারা অনেক কষ্টে ওই দু’টি গোরুকে বাগে আনলেও কিছুক্ষণ পর গোরুরা নিয়ন্ত্রণ না মেনে ছুটে গেলে গাড়িটি একটু পরই উল্টে পড়ে।
তারপর গাড়ির দু’টি গোরু জনতার মাঝখান দিয়ে উল্টো দিকে ছুটতে থাকে। আর তা দেখে উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর গোরুর ধাক্কা ও হুড়োহুড়ির মধ্যে অনেকেই আহত হলে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের বেশীরভাগকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনো তিন জন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। যাদের মধ্যে রায়গঞ্জের ভারত সেবক সমাজ ক্লাবের সভাপতি ৬০ বছর বয়সী সাধন কর্মকারের অবস্থা আশঙ্কাজনক থাকায় গভীর রাতেরবেলা হাসপাতালে মৃত্যু হয়।
পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা শাসক অরবিন্দকুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতারভ রাতেরবেলাই রায়গঞ্জ মেডিকেল কলেজে ছুটে আসেন। অরবিন্দকুমার মীনা জানান, ‘‘কার্নিভাল শেষ করে দেওয়ার পর এই দুর্ঘটনা হয়েছে। আট জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। আর এক জনের অবস্থা গুরুতর।’’