নিজস্ব সংবাদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের ঠানেতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিবাদ ও মারধরের অপরাধে আদালত দুই যুবককে তিন বছরের কারাদণ্ড সহ ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে।
এটি ২০১৮ সালের ১৯ শে জানুয়ারীর ঘটনা। প্রবীণ শিবাজি সাতপুরে নামে এক জন কিশোর পাড়ায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুই জন বাসিন্দার সাথে বিবাদ শুরু হলে শেষমেশ ২৭ বছর বয়সী শচীন দৌলত বেরে এবং ২৯ বছর বয়সী ভিকি বিষ্ণু বেরে নামে দুই ভাই প্রবীণকে মারধর করতে সে ভয়ে দৌড়ে গিয়ে কাকার বাড়িতে ঢুকে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শচীন ও ভিকি পিছু নিয়ে সেখানে পৌঁছে প্রবীণ এবং তার কাকাকে ব্যাপক মারধর করলে প্রবীণের পরিবারের তরফ থেকে তাদের বিরুদ্ধে থানায় মারধর, হুমকি দেওয়া, সম্পত্তির ক্ষতি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রায় চার বছর মামলার শুনানি চলার পর এদিন শাহপুরের সাবরোলি এলাকার বাসিন্দা শচীন এবং ভিকিকে কল্যাণের জেলা ও অতিরিক্ত সেশন জজ এসএস গোরওয়াদে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একইসাথে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here