নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দিঘা বেড়াতে যাওয়ার পথে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এর জেরে ওই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই গাড়িচালক ও তার সঙ্গী যুবক মারা যান।
এই দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে যানজট হলেও পরে মারিশদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এছাড়া মৃতদের পরিবারের সদস্যদেরও খবর পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হলেন হাওড়ার আন্দুলের বাসিন্দা ২৮ বছর বয়সী রনজিৎ কোলে ও ৩০ বছর বয়সী শুভজিৎ মুখোপাধ্যায়। এর পাশাপাশি পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান যে, রনজিৎ এবং শুভজিৎ দিঘা যাওয়ার জন্য হাওড়া থেকে এসেছিলেন। এই দুর্ঘটনার সময় গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। কিন্তু এই দুর্ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।