নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ ২০২০ সালে বিহারের ঝাঁসির সরকারী পলিটেকনিক কলেজে এক জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গতকাল বিশেষ পকসো আদালত আট জন ছাত্রকে আমৃত্যু কারাবাসের শাস্তির নির্দেশের পাশাপাশি দোষীদের থেকে মোট ৩০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। যার অর্ধেক পরিমাণ নির্যাতিতাকে দেওয়া হবে।
এই ঘটনায় মূল অভিযুক্ত রোহিত সাইনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর বাকি সাত জন হলো মনু পারিয়া, ধর্মেন্দ্র সেন, ভরত কুমার, বিপিন তিওয়ারি, ময়াঙ্ক শিবহারে, সঞ্জয় কুশওয়াহা ও শৈলেন্দ্র নাথ পাঠক। বিশেষ বিচারপতি নীতেন্দ্রকুমার সিংহের আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, করোনা অতিমারীর সময় ২০২০ সালের ১১ ই অক্টোবর ওই নাবালিকা বন্ধুর সাথে টিউশন পড়তে যাওয়ার সময় অভিযুক্তরা জোর করে টেনে হস্টেলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আর ওই বন্ধুকে মারধর করা হয়। এই ঘটনার সময় সাব ইনস্পেক্টর বিক্রান্ত সিংহ হস্টেলের পাশ দিয়ে যাচ্ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই নাবালিকার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। এই ঘটনাটির মূল অভিযুক্ত রোহিতের সাথে নাবালিকার ডিএনএ নমুনাও পাওয়া গিয়েছে। এছাড়া এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এরপর দ্রুত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। জামিনের আর্জিও খারিজ হয়ে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here