নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের অদূরে ১৬ হাজার ফুট উচ্চতায় ২৯ জন পর্বতারোহী তুষারধসের কবলে পড়লেন। ঘটনার পরেই তড়িঘড়ি সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) উদ্ধারকারী বাহিনী উদ্ধারের কাজ শুরু করেছেন।
উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বায়ুসেনার হেলিকপ্টার ওই পর্বতারোহীদের মধ্যে আট জনকে উদ্ধার করেছে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। এরপরে হেলিকপ্টারে করে দেরাদুনে আনা হয়েছে।
কিন্তু ইতিমধ্যে ২০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীরা উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের’ (নিম) শিক্ষার্থী। এই পর্বতারোহীদের মধ্যে ট্রেনি এবং শিক্ষক উভয় ছিলেন।