নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের অওরইয়া জেলায় ১৭ বছর বয়সী এক কিশোরী প্রাতঃকৃত্য করতে বাড়ি বাইরে গিয়ে ঘরে ফেরেনি। অতঃপর খোঁজ করতে গিয়ে বাড়ির অদূরে একটি বাজরার ক্ষেতের মধ্যে থেকে নগ্ন দেহ উদ্ধার হয়েছে।
কিশোরীর পরিবার দিবিয়াপুর থানার পুলিশকে অভিযোগ জানিয়েছে যে, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দশ জনের পুলিশের একটি দল সহ বিশেষ অপারেশন গ্রুপ তদন্তে নেমেছে। জেলার পুলিশ সুপার চারু নিগম সহ ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি সুর চড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেসের দাবী, ‘‘যোগী আদিত্যনাথ সরকারের উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে, দেহ তড়িঘড়ি সরিয়েছে পুলিশ। অনেকে এই ঘটনার সঙ্গে হাথরাস কাণ্ডেরও ছায়া দেখছেন।’’ কংগ্রেস টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে জানায়, তড়িঘড়ি পুলিশ কিশোরীর দেহটি সরিয়ে নিয়ে যায়। এদিকে হতদরিদ্র ওই পরিবারের লোকজন মৃতদেহের পিছনে ছুটছে। এই রাজ্য মহিলাদের বিরুদ্ধে অপরাধে এক নম্বরে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেউ একে ‘জঙ্গলরাজ’ বলবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের বিরুদ্ধে কংগ্রেসের এই অভিযোগ নস্যাৎ করে এসপি চারু নিগম দাবী করেছেন, ‘‘ওই কিশোরীর দেহ উদ্ধারের পর যাবতীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সাথে ওই পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে। এর পাশাপাশি ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে জানানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here