নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির রাজগঞ্জের পাতিলা ভাসা এলাকায় অষ্টমীর অঞ্জলি চলাকালীন দমকা হাওয়ার বেগে আচমকা পুজো মণ্ডপের খুঁটি আলগা হয়ে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এদিকে ওই ভাবে প্যান্ডেল ভেঙে পড়তে দেখে দর্শনার্থীরা আতঙ্কে ওই মণ্ডপ থেকে ছুটে বেরিয়ে আসেন।
এছাড়া ধূপগুড়ির ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে নবজীবন সংঘের পুজো প্যান্ডেলে দমকা হাওয়ার বেগে ভেঙে আলোকসজ্জার জন্য তৈরী তোরণ ভেঙে পড়েছে। ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
এর পাশাপাশি কোচবিহারের বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে কয়েকটি পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে যান চলাচলও ব্যাহত হয়। যদিও এলাকাবাসীরা বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পান।