অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রথম বছরেই দক্ষিণ কলকাতার রুবি পার্কে অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরী হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে ওই সংগঠনের রাজ্য সভাপতি তথা পরিবেশ বিজ্ঞানের গবেষক চন্দ্রচূড় গোস্বামী রয়েছেন।
চন্দ্রচূড় পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর। গানেও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এখন পিএইচডি করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবেও কাজের অভিজ্ঞতা রয়েছে। এসবের মধ্যেই দীর্ঘ দিন আগে থেকে তাঁর গেরুয়া শিবিরের সাথে যোগাযোগ গড়ে উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
বর্তমানে গেরুয়া শিবিরের ‘স্বস্তিকা ডিজিটাল টিভির’ প্রধান সম্পাদকের পদেও রয়েছেন। এর পাশাপাশি বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে নথিভুক্ত খেলোয়াড়। ২০২১ সালে ভোটের ময়দানেও নেমেছিলেন। ওই বছর ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু মাত্র ৮১ টি ভোট পেয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর এবার হিন্দু মহাসভার দুর্গাপুজোর অসুর মূর্তি মহাত্মা গান্ধীর অনুকরণে তৈরী হওয়ায় চন্দ্রচূড়ের নাম নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। এর জেরে অসুরের মূর্তি পরিবর্তন করে দেওয়া হয়। ইতিমধ্যেই চন্দ্রচূড় ও তার সংগঠনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চন্দ্রচূড় এই প্রসঙ্গে জানান, ‘‘আমি গ্রেফতার হলে হব। সত্যি কথা বলতে ভয় পাই না।’’
Sponsored Ads
Display Your Ads Here