চয়ন রায়ঃ কলকাতাঃ কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় আবু সোহেল নামে এক জন ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। উচ্চ আদালতে আবেদন করেন যে, ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা পাওনা থাকায় বাংলায় এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন। অবিলম্বে হাইকোর্ট যাতে কেন্দ্রকে এই প্রকল্পের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেই আর্জি জানানো হয়েছে। কিন্তু তাও কোনো কাজ হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে আদালত সূত্রে জানানো হয়েছে যে, জনস্বার্থ মামলাটি দায়ের হলেও এখনই শুনানি হচ্ছে না। পুজোর ছুটির পর বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। সংশ্লিষ্ট মামলায় নরেন্দ্র মোদীকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রতিলিপিও আদালতে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here