অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে টেট নিয়োগ সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরো দু’দিন বাড়ানো হলো। অর্থাৎ শুক্রবার অবধি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আর এখনই তদন্তের উপর কোনো স্থগিতাদেশ থাকবে না। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্ত চালিয়ে যাবে। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেট দুর্নীতিতে মঙ্গলবার রাতেরবেলা ৮ টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এমনকি গ্রেফতারও করা যেতে পারে। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে বুধবার অবধি গ্রেফতার করা যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here
তবে তাঁকে হাইকোর্ট সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তা সুপ্রিম কোর্ট বহাল রাখে। কিন্তু গতকাল সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মানিক ভট্টাচার্য সিবিআই দপ্তরে না পৌঁছনোয় পুলিশ খোঁজ শুরু করেন। আর আদালতের রেজিস্ট্রার জেনারেল অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে হাইকোর্টের নির্দেশের প্রতিলিপি দেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেই প্রতিলিপির ভিত্তিতেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যাদবপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন। অবশেষে এদিন দিল্লির বঙ্গ ভবনের ৫১২ নম্বর রুমে দরজায় টোকা দিতেই মানিক ভট্টাচার্য বাইরে বেরিয়ে আসেন। যদিও সামনে সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়ে ফেলেন।
Sponsored Ads
Display Your Ads Here