নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সাত সকালবেলা একটি যাত্রীবাহী বাস পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে ভবানীপুর থানার চকদ্বীপার কাছে বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়েছে।
যাত্রীবোঝাই বাসটি কুকড়াহাটি যাওয়ার পথে প্রচণ্ড গতিতে একটি ডিভাইডারে ধাক্কা মারতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর পুকুরে ছিটকে পড়ে অনেকটাই ডুবে যায়। এরপর এলাকাবাসীরা দ্রুত উদ্ধারকার্যে নামেন। বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করে এনে ইতিমধ্যেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী কম-বেশী আহত হয়েছেন। ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পাশাপাশি কোনো যাত্রী জলের তলায় ডুবে গিয়েছেন কিনা, তা এখনো অবধি জানা যায়নি। এছাড়া বাসের তলায় কেউ চাপা পড়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code