নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক এলাকার শ্যামপুরে অবশেষে প্রায় একদিন পর উদ্ধার হয়েছে নর্দমায় পড়ে যাওয়া ৬ বছর বয়সী সিদ্দিকা খাতুন নামে এক শিশুর পচাগলা দেহ উদ্ধার করল। সিদ্দিকা স্থানীয় শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। বাড়ি চৌকি মির্জাদপুর অঞ্চলের শ্যামপুর চৌকি মসজিদের পাশে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল সে বন্ধুদের সাথে বৃষ্টির জলে ভিজে বাড়ির সামনেই খেলছিল। কিন্তু খেলতে খেলতে খোলা নর্দমায় পড়ে যায়। এরপর বন্ধুদের চিৎকার চেঁচামেচিতে সকলে ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করতে কয়েক জন নর্দমায় নেমে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। এমনকি কুকুর দিয়েও খোঁজা হয়। তারপর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে এদিন সন্ধ্যা নাগাদ সিদ্দিকার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, রাস্তার পাশেই জলনিকাশি নর্দমা। সপ্তাহ খানেক আগে মসজিদের সামনে নর্দমার একটি ঢাকনা সংস্কারের জন্য খোলা হয়। তবে সিদ্দিকা বৃষ্টির মধ্যে সেই খোলা জায়গা দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকাবাসীরা নর্দমার উপর কোনো ঢাকনা না থাকায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here