রায়া দাসঃ কলকাতাঃ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছে যে, ১১ ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা (টেট) হবে। আর ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হবে।
শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, পুজোর ছুটির পর অর্থাৎ লক্ষ্মীপুজোর পর ও কালীপুজোর আগে রেজিস্ট্রেশন শুরু হবে। পোর্টাল খুলবে কবে থেকে তার নোটিফিকেশন দেওয়া হবে। পোর্টাল যেদিন খুলবে, সেদিন থেকেই চাকরীপ্রার্থীরা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালের মাধ্যমেই চাকরীপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পদে দায়িত্ব নিয়ে প্রথমেই গৌতম পাল জানান, “এবার থেকে প্রতি বছর নতুন করে টেট পরীক্ষা হবে। সেই অনুযায়ী ১১ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছে।”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বর মাসের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ পালন করতে পারছে না, এই মর্মে পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।