চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় পুজোর আগে আরো ৬৫ জন টেট পরীক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরী দিতে নির্দেশ দিলেন।
এর আগে প্রথমে ৭৭ জন, পরে ১১২ জন সহ মোট ১৮৯ জন টেট পরীক্ষার্থীকে পুজোর আগেই চাকরীতে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, ১৮৫ জনকে চাকরী দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ ওঠায় কয়েক জন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই সময় আদালত মামলাকারীদের ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিলে পর্ষদ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর সেখান থেকে মামলাটি ঘুরে পুনরায় কলকাতা হাইকোর্টে আসে।
এমত পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় পর্ষদ সিদ্ধান্ত নেয়, প্রশ্ন ভুলের জন্য সব পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হবে। তাই এতে অনেক টেট অনুত্তীর্ণ প্রার্থী উত্তীর্ণ হয়। আর ওই টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ চাকরীর দাবীতে আদালতের দ্বারস্থ হলে আদালতে পর্ষদের তরফে প্রথম জানানো হয়েছিল, প্রয়োজনীয় শূন্যপদ নেই। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় শূন্যপদ তৈরী করেও টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরী দেওয়ার নির্দেশ দিয়েছেন।