অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা তারাতলায় জোকা দিল্লি পাবলিক স্কুলের বাসে আচমকা আগুন লেগে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। তবে অল্পের জন্য চালক সহ তার সঙ্গী প্রাণে রক্ষা পেলেন। আর তখন বাসে কোনো স্কুল পড়ুয়া ছিল না।
বাসটি মাঝেরহাট উড়ালপুল ধরে তারাতলার দিকে যাওয়ার সময় উড়ালপুলের উপরেই দাউদাউ করে আগুন ধরে যায়। বেগতিক দেখে চালক বাস দাঁড় করিয়ে কোনো ভাবে কন্ডাক্টরকে নিয়ে বাস থেকে নেমে পড়েন।
দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু এখনো অবধি আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটে।