নিজস্ব সংবাদদাতাঃ গত সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ উত্তরবঙ্গ ও দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। তাই সুবীরেশ ভট্টাচার্যকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারণ করার দাবীতে বাম ছাত্র সংগঠন এসএফআই বিক্ষোভ শুরু করলো।
এদিন এসএফআই সমর্থকেরা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে পৌঁছাতেই পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অবস্থান বিক্ষোভ হওয়ার কথা থাকলেও শেষমেশ বিক্ষোভকারীরা গেটের সামনেই বসে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এসএফআইয়ের জেলা সম্পাদক অঙ্কিত দে জানান, ‘‘আজ আমরা উপাচার্যের অপসারণের দাবীতে ও যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শান্তিপূর্ণ ভাবেই অবস্থান-বিক্ষোভ করতে এসেছিলাম। এর আগেই গেটের সামনে আটকে দেওয়া হয়। তাই গেটের বাইরেই আমরা আমাদের কর্মসূচী পালন করেছি।’’
Sponsored Ads
Display Your Ads Here
ছাত্রসংগঠনের বক্তব্য, ‘‘উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করেছেন। তৃণমূলের লোকজনও এর সাথে যুক্ত।’’ উল্লেখ্য যে, ২৬ শে সেপ্টেম্বর অবধি সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার ফলপ্রকাশ এবং অর্থনৈতিক সিদ্ধান্তের কি হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বর্তমান এই পরিস্থিতিকে অভূতপূর্ব ব্যাখ্যা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here