নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে আজ প্রয়াত হলেন বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৮ বছর।
গত ১০ ই আগস্ট রাজু শ্রীবাস্তব হৃদরোগে আক্রান্ত হন। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। জ্ঞানও ফিরেছিল। কিন্তু গত ১ লা সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর হঠাৎ জ্বর আসতে শুরু করে। তাই চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখেন। গত ২০ দিন সেভাবেই চিকিৎসা চলছিল। তবে শেষমেশ সব চিকিৎসাই ব্যর্থ হলো। উল্লেখ্য, গত দেড় মাসের চিকিৎসাপর্বে রাজু শ্রীবাস্তবের একের পর এক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। হার্ট অ্যাটাকের পর প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়।
Sponsored Ads
Display Your Ads Here
দু’টি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও সুস্থ হননি। চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনিল মুরারকা জানিয়েছিলেন, “রাজু শ্রীবাস্তবের হার্ট সচল হলেও মস্তিষ্ক জবাব দিয়েছে। ফলে ভেন্টিলেশন সাপোর্টেই রাখতে হবে। তবে প্রায় ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর জ্ঞান ফেরে।”
Sponsored Ads
Display Your Ads Here
তাঁর চিকিৎসা চলাকালীন জনি লিভার, সুনীল পালের মতো তারকারা হাসপাতালে দেখতে যান। রাজু শ্রীবাস্তবের চলে যাওয়া যেন অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না।