অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভোররাতেরবেলা ক্যামাকস্ট্রিটের একটি বন্ধ পানশালায় ভয়াবহ আগুন লাগে। যে পানশালাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিপরীতেই অবস্থিত। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগকে খবর দেওয়া দমকল বিভাগের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল বাহিনীর তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কিছু পকেট ফায়ার ছিল তা নেভানোর কাজও করা হয়। এরপর কুলিং শুরু হয়। জানা গেছে, পানশালার যে ঘরে প্রচুর পরিমাণে মদ মজুত ছিল। ওই ঘরে আগুন পৌঁছে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।
এদিকে এখনো অবধি অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। দমকল বাহিনী তা নিয়ে তদন্ত শুরু করেছেন। তবে প্রাথমিক ভাবে অনুমান, এসি বা রান্নাঘর থেকেই এই আগুন লেগে থাকতে পারে।