Indian Prime Time
True News only ....

গোটা দেশে খানিকটা কমলো দৈনিক সংক্রমণের সংখ্যা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ৬৪৩ জন। রাজ্য ভিত্তিক করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে কেরল রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজার ২১১ জন।

এরপর দৈনিক করোনা সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র। যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ৬৩১ জন। এছাড়া তামিলনাড়ুতে করোনা সংক্রমণের সংখ্যা ৪৭৯ জন, কর্ণাটকে করোনা সংক্রমণের সংখ্যা ৪৭৬ জন, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা ২৮৩ জন ও ওড়িশায় করোনা সংক্রমণের সংখ্যা ২৩৩ জন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। যেখানে মহারাষ্ট্রে তিন জন, ছত্রিশগড়ে দু’জন, দিল্লি, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাত, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে এক জন মারা গিয়েছেন। সব মিলিয়ে এখনো অবধি দেশে করোনা সংক্রমিত হয়ে ৫ লক্ষ ৩০ হাজার ৭৪৯ জন মারা গিয়েছেন।

কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার সামান্য বেড়ে ১.৯৬ শতাংশ হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৪ হাজার ৫৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর দেশ জুড়ে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৯২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored