মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের দক্ষিণ বঙ্কিমপল্লী এলাকায় নির্মীয়মাণ আবাসন দেখতে পাঁচ তলায় উঠে আচমকা সেখান থেকে পা ফস্কে ১০ বছর বয়সী স্বস্তিকা ধর নামে এক জন কিশোরী নীচে পড়ে যায়। আর মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও পড়ে যান। আহত মহিলা ৩৮ বছর বয়সী গৌরী ধর।
ওই আবাসন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই নির্মীয়মান আবাসনে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছিল। গৌরী দেবী স্বস্তিকাকে নিয়ে নতুন আবাসনে পাঁচ তলার উপরে উঠেছিলেন। কিন্তু আচমকা একটা আওয়াজ শুনে অন্যান্যরা দৌড়ে গিয়ে দেখেন তারা পড়ে গিয়েছে। এরপর প্রত্যক্ষদর্শীরা পুরো বিষয়টি প্রত্যক্ষ করে স্বস্তিকা ও গৌরী দেবীকে উদ্ধার করে বারাসাতের হাসপাতালে ভর্তি করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে আবাসন কর্তৃপক্ষ জানাচ্ছেন, “পাঁচ তলা ছাদের ‘এয়ার পাসিংয়ে ’ যে জায়গাটি বাঁশ এবং প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, স্বস্তিকা সেখানেই হয়তো ভুল করে পা ফেলেছিল। আর গৌরী দেবী তাকে রক্ষা করতে গিয়ে পড়ে যান। মধ্যমগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে হলো তা খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here