নিজস্ব সংবাদদাতাঃ নেপালঃ পশ্চিম নেপালের আচ্ছামে অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার প্রবল বর্ষণে ধস নেমে মৃত্যু হয়েছে প্রায় ১৪ জনের। আর গুরুতর আহত হয়েছেন ৭ জন। এখনো ১০ জন ব্যক্তি নিখোঁজ।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, প্রবল বর্ষণে পাঁচটি মাটির বাড়ি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই বাড়িগুলির বাসিন্দাদের কাদামাটির ভিতর থেকে উদ্ধার করা হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিখোঁজ মানুষদের সন্ধানে উদ্ধারকার্য চালাচ্ছেন। এছাড়া গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত, নেপালের মতো পার্বত্য দেশে প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঘটনা খুব অস্বাভাবিক নয়। জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি বর্ষার মরসুমে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে। নেপাল সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরেই প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় নেপালে ৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আর ১২ জন নিখোঁজ হয়েছেন।