অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গোরু পাচার মামলায় এবার সিআইডি (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) শহরের দু’টি অফিসে তল্লাশি চালালো। গতকাল রাতেরবেলা কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে জেএইচএম গ্রুপের অফিসে তল্লাশি চালানো হয়। এই সংস্থাটির মালিকরা হলেন গোরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের ভাইপো মেহদী হাসান, জাহাঙ্গির আলম ও হুমায়ুন কবীর।
বেন্টিঙ্ক স্ট্রিটের ৪০১ নম্বর এবং ৪০৫ নম্বর ঠিকানায় অবস্থিত ওই অফিসটিকে সিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সিআইডির একটি দল মুর্শিদাবাদের তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এনামুল হকের ভাইপো হুমায়ুন ওরফে পিন্টুর জেএইচএম রাইসমিল নামে একটি চালকলে হানা দিয়েছিল।