নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও গুজরাতের সন্ত্রাস দমন শাখার যৌথ দলের উদ্যোগে গুজরাতের কচ্ছ জেলার জাখাউ বন্দর থেকে প্রায় ৩৩ নটিক্যাল মাইল দূরে ৪০ কেজি হেরোইন বোঝাই একটি পাকিস্তানী নৌকাকে আটক হয়েছে। যার দাম আনুমানিক ২০০ কোটি টাকা। আর নৌকায় থাকা ছ’জন পাকিস্তানী নাগরিককেও আটক করা হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, যে নৌকাটি থেকে হেরোইন উদ্ধার হয়েছে সেটির নাম ‘আল তায়াসা’। মূলত মাছ ধরার জন্য ব্যবহৃত এই নৌকাটি আরব সাগরে ভারতের জলসীমা টপকে প্রায় ছয় মাইল ভিতরে প্রবেশ করতেই দু’টি দ্রুতগামী বোটের সাহায্যে নৌকাটিকে আটক করা হয়। এই বিষয়ে বিস্তারিত তদন্ত ও অনুসন্ধানের জন্য নৌকাটিকে জাখাউ বন্দরে নিয়ে আসা হচ্ছে।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে এও জানা গিয়েছে যে, পাকিস্তান থেকে আসা এই নৌকাটি গুজরাতের কোনো বন্দরে হেরোইন নামিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর সেই হেরোইন সড়কপথে গুজরাত থেকে পাঞ্জাবে পৌঁছে যেত। এই ঘটনার পিছনে বৃহত্তর কোনো চক্র জড়িত আছে কিনা সেই দিকটি খতিয়ে দেখতে উপকূলরক্ষী বাহিনী এবং সন্ত্রাস দমন শাখার পদস্থ আধিকারিকরা জাখাউ বন্দরে আসতে পারেন।