এবার ইডির তরফে তলব করা হলো মলয় ঘটককে

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ আসানসোল উত্তরের বিধায়ক তথা আইন মন্ত্রী মলয় ঘটক সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ কাউন্সিল) টানা জিজ্ঞাসাবাদের পর ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নোটিশ পেলেন। যে নোটিশে বলা হয়েছে, আগামী ১৪ ই সেপ্টেম্বর মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছে।

ইডি কয়লা পাচার মামলায় তৎপর হয়েছে। গত শুক্রবারই ইডি কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে তাঁকে ইডি এই মামলাতেই নোটিশ পাঠিয়েছিল। কিন্তু মলয় ঘটক তলব এড়ানোয় আবার ইডির ডাক পেলেন।


উল্লেখ্য, আজ সকালবেলা ৮টা নাগাদ মলয় ঘটকের ডালহৌসির সরকারী বাসভবনে ইডি যায়। এর আগে অবশ্য তাঁর কলকাতা ও আসানসোলের আরো পাঁচটি বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান শুরু করে। এছাড়া মলয় ঘটকের এক ঘনিষ্ঠের বাড়িতে আলিপুর এলাকাতেও তল্লাশি চালানো হয়। পরে মলয় ঘটকের রাজভবনের পাশে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে ইডি জিজ্ঞাসাবাদও করে।


ঠিক ৪ টে ৩০ মিনিট নাগাদ ইডি সেখান থেকে বেরিয়ে যায়। প্রায় ওই সময় সিবিআই তাঁর পৈতৃক বাড়ি আসানসোল থেকেও বেরোয়। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে সিবিআই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের পর হাসিমুখে কলকাতার ডালহৌসির বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় হাত নাড়তে নাড়তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘বিচারাধীন বিষয়। কোনো মন্তব্য করব না।’’ 


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031