অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আরো ১১২ জন টেট পরীক্ষার্থীকে চাকরী দেওয়ার নির্দেশ দিলেন। এই নিয়ে মোট ১৮৯ জন টেট পরীক্ষার্থীকে পুজোর আগেই চাকরী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নূর আলম পর্ষদের ভুল প্রশ্নের জেরে টেট পরীক্ষার্থীদের প্রাপ্য বাড়তি নম্বর ও প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরী চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। নূর আলমের পক্ষে সুদীপ্ত দাশগুপ্ত এবং অনাথনাথ নস্কর সওয়াল করেছিলেন। ওই আবেদনের ভিত্তিতেই ১১২ জন যোগ্য প্রার্থীদের চাকরী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার ২৩ জন ও মঙ্গলবার ৫৪ জন প্রার্থীদের চাকরী দিতে বলা হয়েছিল। আদালতের এই নির্দেশের পর সুদীপ্ত দাশগুপ্ত জানান, ‘‘এর আগে আমরা দেখেছি, যারা বেআইনী ভাবে চাকরী পেয়েছিলেন, আদালত তাদের চাকরী বাতিল করেছিল। এখন সেই আদালতই যোগ্য প্রার্থীদের চাকরী দেওয়ার ব্যবস্থা করছে।’’
উল্লেখ্য যে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও নির্দেশ দিয়ে বলেছিলেন যে, শূন্যপদ না থাকলে, প্রয়োজনে ভবিষ্যতের শূন্যপদ থেকে চাকরী দিতে হবে। ভুল যখন পর্ষদের তখন তাদেরই ভুলের মাশুল দিয়ে ক্ষতিপূরণ করতে হবে।